ঢাকা, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ইতালিতে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে ৭ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৩, ডিসেম্বর ২, ২০১৩
ইতালিতে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে ৭ জনের প্রাণহানি

ঢাকা: ইতালির প্রাতো শহরে চীনা মালিকানাধীন একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত সাতজনের প্রাণহানি ঘটেছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডে আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।



নিহতরা ঘুমিয়ে থাকায় ও কারখানাটির ছাদের দরজা বন্ধ থাকায় এ হতাহতের ঘটনা ঘটেছে বলে অগ্নিনির্বাপন কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ মাধ্যম জানিয়েছে।

তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। নিহতদের নাগরিকত্ব সর্ম্পকে কর্তৃপক্ষ কিছু জানাতে পারেনি।

লিওনার্দো তুসি নামের এক প্রত্যক্ষদর্শী দেশটির সংবাদ মাধ্যমকে জানান, কারখানাটি থেকে ধোঁয়া বের হচ্ছিল ও শ্রমিকরা সাহায্যের জন্য ছোটাছ‍ুটি করছিলেন।

তিনি আরও জানান, আগুনের তীব্রতা ভয়াবহ থাকায় দূর থেকে কিছুই স্পষ্ট বোঝা যাচ্ছিল না।

বাংলাদেশ সময়: ০৮১৯ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।