ঢাকা, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

চন্দন কাঠ পাচারকালে কলকাতায় চীনা নাগরিক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৪, ডিসেম্বর ১, ২০১৩
চন্দন কাঠ পাচারকালে কলকাতায় চীনা নাগরিক আটক

কলকাতা: ২৭ কেজি চন্দন কাঠ পাচারের সময় কলকাতা বিমান বন্দরে এক চীনা নাগরিককে আটক করেছে পুলিশ।

কলকাতা বিমান বন্দরে ধরা পড়া এই চন্দন কাঠের বাজার মূল্য কয়েক লাখ টাকা বলে জানিয়েছেন কাস্টমস পুলিশের সহকারী কমিশনার (ডিসি) আর এস মীনা।



শনিবার গভীর রাতে চীনের কুনমিংগামী বিমানে ওঠার আগে এই দামি চন্দন কাঠ উদ্ধারসহ চীনা নাগরিককে আটক করা হয়।

মনে করা হচ্ছে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে চন্দন কাঠ পাচার চক্রের হদিস পাওয়া যাবে।

উল্লেখ্য, গত নভেম্বর মাসে কলকাতা বিমান বন্দরে প্রায় ১০ কোটি রুপির স্বরর্ণ চালান ধরা পড়ে।

বাংলাদেশ সময়:  ২১৫৪  ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।