ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

আইভরি কোস্টে সহিংসতায় নিহত ২১০: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০১, জানুয়ারি ৬, ২০১১
আইভরি কোস্টে সহিংসতায় নিহত ২১০: জাতিসংঘ

আবিদজান: ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু হওয়া রাজনৈতিক অচলাবস্থায় আইভরি কোস্টে এ পর্যন্ত কমপক্ষে ২১০ জন নিহত হয়েছেন। পশ্চিম আফ্রিকার দেশটিতে অবস্থিত জাতিসংঘ মিশন সূত্রে বৃহস্পতিবার এ তথ্য জানা যায়।



আইভরি কোস্টে প্রেসিডেন্ট পদ নিয়ে ক্ষমতাসীন লুরা বাগবো ও বিরোধী অ্যালাসান ওয়াতাওয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলছে। নিয়ে দেশটিতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

মিশনের হিউম্যান রাইটস মুখপাত্র সিমন মুনজু সাংবাদিকদের নিহতের এ সংখ্যা জানান। এর মধ্যে সপ্তাহের শুরুতেই পশ্চিমাঞ্চলের এক শহরে জাতিগত দাঙ্গায় ১৪ জন নিহত হন বলে তিনি জানান।

দেশটির বাণিজ্যিক রাজধানী আবিদজান থেকে ৫০০ কিলোমিটার দূরের এ শহরে গুরে ও মালিনকে নামের দুটি আদিবাসী গোষ্ঠীর সদস্যদের মধ্যে সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।

দেশটির ক্ষমতাসীন বাগবোর অনুগত বাহিনীর হাতে নিহতদেরও এতে অন্তুর্ভুক্ত করা হয়েছে। ওয়াতাওয়ার সমর্থকরা ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় টেলিভিশনের সামনে যাওয়ার সময় তাদের মধ্যে কয়েকজনকে গুলি করে হত্যা করে ওই বাহিনী।  

২৮ নভেম্বর আইভরি কোস্টে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী অ্যালাসান ওয়াতাওয়াকে আন্তর্জাতিক সম্প্রদায় জয়ী ঘোষণা করলেও ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানান লুরা বাগবো। এরপর থেকেই দেশটির পশ্চিমে জাতিগত সহিংসতা দেখা দেয়।  
নির্বাচন পরবর্তী সহিংসতার মাত্রায় জাতিসংঘ অধিকার বিষয়ক বিশেষজ্ঞরা গত সপ্তাহে দেশটিতে মানবাধিকার লঙ্ঘনের আশংকা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।