ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মঙ্গলে মঙ্গলবার নভোযান পাঠাচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৪, নভেম্বর ৪, ২০১৩
মঙ্গলে মঙ্গলবার নভোযান পাঠাচ্ছে ভারত

ঢাকা: চতুর্থ দেশ হিসেবে মঙ্গলে নভোযান পাঠানোর তালিকায় নাম লেখাচ্ছে ভারত। মঙ্গলবার দেশটির স্থানীয় সময় দুপুর ২টা ৩৮ মিনিটে মঙ্গলের উদ্দেশে উড্ডয়ন করবে নভোযানটি।

‘মঙ্গলায়া’ নামের নভোযানটি পাঠাতে ভারতের খরচ পড়ছে সাড়ে চারশ কোটি রূপি।

চেন্নাই থেকে ৮০ কিলোমিটার দূরের শ্রীহারিকোতা থেকে নভোযানটি পাঠানো হবে।

মঙ্গলে ভারতের নভোযান পাঠানোর এটিই প্রথম পদক্ষেপ। সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও ইউরোপ মঙ্গলে মহাকাশ যান পাঠালেও প্রথম অভিযানে কেউ সফল হতে পারেনি।

মঙ্গলে নভোযান পাঠানোর ৪০ বারের চেষ্টার ২৩ বারই ব্যর্থ হয়েছে। এশিয়ার প্রথম দেশ হিসেবে ১৯৯৯ মঙ্গলে নভোযান পাঠানোর চেষ্টায় ব্যর্থ হয় জাপান। দীর্ঘ বিরতির পর ২০১১ সালে চীনও চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

২৮ অক্টোবর মঙ্গলে ‘মঙ্গলায়া’ (মঙ্গলযানের হিন্দি নাম) পাঠানোর কথা ছিল ভারতের। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে এটি পিছিয়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৩
এসএফআই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।