থাইল্যান্ডের মধ্যাঞ্চলের একটি আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত দুজন।
বুধবার (৩০ জুলাই) স্থানীয় সময় বেলা ১১টার দিকে রাজধানী ব্যাংককের উত্তরাঞ্চলীয় সুপ্তনবুড়ি প্রদেশের মুঅং জেলায় এ দুর্ঘটনা ঘটে। দেশটির পুলিশ ও উদ্ধারকারী সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে নামে পুলিশ, সেনাবাহিনী ও দমকল কর্মীরা। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে তল্লাশি চালিয়ে হতাহতদের উদ্ধার করছে তারা।
দেশটির উদ্ধারকারী সংস্থাগুলোর প্রকাশিত ছবিতে দেখা যায়, বিস্ফোরণে পুরো কারখানাটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পোড়া লোহা, কাঠ ও ধ্বংসাবশেষ।
প্রাথমিকভাবে ব্যাংকক পুলিশ চারজনের মৃত্যুর খবর জানায়। যদিও পরে নিহতের সংখ্যা বেড়ে নয়ে দাঁড়ায়। আহত দুজনকে উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুঅং জেলার স্থানীয় পুলিশ প্রধান ওয়ানচাই খাওরাম এএফপিকে বলেন, আমরা এখনও বিস্ফোরণের কারণ জানার চেষ্টা করছি।
থাইল্যান্ডে শিল্প কারখানাগুলোয় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে এমন দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। যদিও দেশটিতে শ্রম নিরাপত্তা সংক্রান্ত কিছু বিধিমালা রয়েছে, তবে বাস্তবে সেগুলোর সঠিক প্রয়োগ চোখে পড়ে না। এর আগে গত বছর একই প্রদেশে আরেকটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত হয়েছিলেন।
তবে বুধবারের বিস্ফোরণের সময় কারখানাটিতে কতজন কর্মী কাজ করছিলেন, সে বিষয়ে এখনও কোনো তথ্য নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর পুরো এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে।
এমজে