ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

অলিম্পিকে স্বর্ণ জয়ী চীনা সাঁতারুর জেল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৫, নভেম্বর ৪, ২০১৩
অলিম্পিকে স্বর্ণ জয়ী চীনা সাঁতারুর জেল

ঢাকা: লাইসেন্স ছাড়া গাড়ি চালানোয় অলিম্পিকে স্বর্ণ জয়ী সাঁতারুকে সাত বছরের কারাদণ্ড দিয়ে চীন। রোববার নিজ শহর হাংঝুতে সান ইয়ং গাড়ি চালানোর সময় একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

ওই সময় পোর্শে ব্র্যান্ডের গাড়িসহ তাকে আটক করা হয়।

২০১২ সালের লন্ডন অলিম্পিকে ৪০০ মিটার ও ১ হাজার ৫০০ মিটার ফ্রি স্টাইল ইভেন্টে র্স্বণ জয় করেন সান।
এক বিবৃতিতে ক্ষমা চেয়েছেন সান। তিনি বলেছেন, আইন সম্পর্কে তার ধারণা ছিল খুবই কম। কেননা তাকে ‘প্রশিক্ষণ আর প্রতিযোগিতায় মনোনিবেশে’ ব্যস্ত থাকতে হয়েছে।

টুইটারের মতো মাইক্রোব্লগ চীনের উইবোতে ২১ বছর বয়সী এ অ্যাথলেট লিখেছেন, তিনি একজন অনুসরণীয় ব্যক্তি হিসেবে নিজেকে দাঁড় করাতে ব্যর্থ হয়েছেন ।

সানের দাবি, তিনি যে গাড়িটি চালিয়েছেন সেটি তার এক আত্মীয়ের ছিল।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৩
এসএফআই/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।