ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মুরসির বিচার শুরু, মিশরজুড়ে উৎকণ্ঠা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩৪, নভেম্বর ৫, ২০১৩
মুরসির বিচার শুরু, মিশরজুড়ে উৎকণ্ঠা

ঢাকা: সোমবার বিকেল থেকে শুরু হচ্ছে মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিচার। বিরোধীদের হত্যা ও সহিংসতায় উস্কানির অভিযোগে বিচারের মুখোমুখি হতে চলেছেন মুসলিম ব্রাদারহুড সমর্থিত সাবেক প্রেসিডেন্ট

মুরসির বিচার কার্যক্রমকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কায় পুরো মিশরজুড়ে কঠোর নিরাপত্তা গ্রহণ করেছে দেশটির সেনাসমর্থিত অন্তর্বর্তী সরকার।

সরকারের অবস্থান ও ব্রাদারহুডের পাল্টা অবস্থান নিয়ে পুরো দেশটিতে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।

রাষ্ট্রিয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মুরসিকে ইতোমধ্যে কায়রোর সংশ্লিষ্ট একটি আদালতে হাজির করা হয়েছে। আশা করা হচ্ছে স্থানীয় সময় বিকাল ৩টা থেকে ৪টার মধ্যেই বিচারকার্য শুরু হবে।

দেশটির রাষ্ট্রিয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, রাজধানী কায়রোর পুলিশ একাডেমির ভেতরে একটি বিশেষ আদালতের এজলাস কক্ষে নেওয়া হয়েছে মুরসিকে। তার সঙ্গে উপস্থিত করা হয়েছে ব্রাদারহুড নেতা এসাম এল-এরিয়ান, মোহাম্মদ এল-বেলতাগি ও আহমেদ আবদেল আতাইসহ অন্য নেতাদেরও।

মুরসিকে অজ্ঞাত স্থান থেকে হেলিকপ্টারে করে পুলিশ একাডেমির হেলিপ্যাডে অবতরণ করানোর পর আদালতের এজলাসকক্ষে নেওয়া হয়েছে। এছাড়া, অন্য নেতাদের ভারি অস্ত্রশস্ত্রে সজ্জিত রাজবন্দিদের বহনকারী গাড়িতে করে নিয়ে আসা হয়েছে।

এদিকে, সেনাবাহিনী সমর্থিত সরকার মুরসিকে বিচারের মুখোমুখি করার সিদ্ধান্ত নেওয়ায় দেশজুড়ে বড় ধরনের বিক্ষোভ করার হুমকি দিয়েছে এক সময়ের নিষিদ্ধঘোষিত দল ব্রাদারহুড।

ব্রাদারহুডের হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সেনাবাহিনী জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে কায়রোজুড়ে বাড়তি ২০ হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। মোড়ে মোড়ে বসানো হয়েছে ব্যারিকেড, তল্লাশি ও পর্যবেক্ষণ কেন্দ্র।

এছাড়া, রেলওয়ে স্টেশন, বাস স্টেশন, বাজারসহ মানুষের জটলাগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে গভীরভাবে। কোনো ধরনের সহিংসতা যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য কঠোর অবস্থানে থাকবে নিরাপত্তা বাহিনী।

এদিকে মুরসির বিচার শুরুর একদিন আগেই পদত্যাগ করেছেন তিন বিচারপতি। ব্রাদারহুড নেতা মোহাম্মদ বদিই ও তার দুই উপদেষ্টার বিচার চলাকালে রোববার তিন বিচারপতি এই বিচারকার্যে বিব্রত বোধ করছেন উল্লেখ করে পদত্যাগ করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, হত্যা ও সহিংসতায় উস্কানির অভিযোগ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড, এমনকি মৃত্যুদণ্ডও হতে পারে সাবেক প্রেসিডেন্ট মুরসির।

রাজনীতি বিশ্লেষকরা ‍উদ্বেগ প্রকাশ করে বলছেন, সেনাবাহিনী এমন কোনো সিদ্ধান্ত নিলে আরব দেশটি আরও গভীর সঙ্কটে পড়বে।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৩
এইচএ/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।