ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইয়েমেন উপকূলে নৌকাডুবি: তিনটি মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৭, জানুয়ারি ৪, ২০১১
ইয়েমেন উপকূলে নৌকাডুবি: তিনটি মৃতদেহ উদ্ধার

এডেন: ইয়েমেনের দণি উপকূলে নৌকাডুবিতে নিখোঁজ হওয়া আফ্রিকানদের মধ্যে তিন জনের মৃতদেহ উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড বাহিনী। রেড ক্রিসেন্টের এক কর্মকর্তার বরাত দিয়ে এএফপি মঙ্গলবার এ তথ্য জানায়।



তায়েজ প্রদেশে রেড ক্রিসেন্টের মহাসচিব আব্দুল ওয়াহাব আল-ঘারবানি বলেন, ‘উপকূলবর্তী অঞ্চল জোবাব থেকে মঙ্গলবার সকালে তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ’

উল্লেখ্য, আফ্রিকার ৮০ জন নাগরিক অবৈধভাবে ইয়েমেনে প্রবেশ করছিল। এসময় প্রচ- ঝড় এবং দমকা বাতাসের কারণে তাদের বহন করা নৌকাদুটি ডুবে যায় ইয়েমেনের দণি উপকূলে বাব-এল-মান্দাবের কাছে ডুবে যায়। এরপর থেকে এর যাত্রীরা নিখোঁজ ছিল। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় নিখোঁজ হওয়া বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক। এরপর থেকেই ইয়েমেনের কোস্টগার্ড বাহিনী উদ্ধার তৎপড়তা শুরু করে।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, ০৪ জানুয়ারি ২০১১

আরও খবর: ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে নিখোঁজ ৮০ অবৈধ অনুপ্রবেশকারী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।