ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

চীনের এক জেনারেলের কমিউনিস্ট পার্টির পদ বাতিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩২, নভেম্বর ৩, ২০১৩
চীনের এক জেনারেলের কমিউনিস্ট পার্টির পদ বাতিল

ঢাকা: চীনের প্রত্যন্ত অঞ্চল ঝিনজিয়াং প্রদেশের এক সামরিক কমান্ডারকে কমিউনিস্ট পার্টির সদস্য পদ বাতিল করেছে কর্তৃপক্ষ। চীনের রাষ্ট্রীয় সংবাদ ‍মাধ্যম এ খবর জানালেও বহিষ্কারের কারণ জানায়নি।



তবে ধারণা করা হচ্ছে, তিয়েনআনমেন স্কয়ারে বিস্ফোরণের ঘটনার জেরে তাকে দলের স্থায়ী কমিটির সদস্য থেকে বহিষ্কার করা হয়েছে।

ওই ভয়াবহ বিস্ফোরণের জন্য ঝিনজিয়াং প্রদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম উইঘুরদের দোষারোপ করা হচ্ছে।

সোমবার তিয়েনআনমেন স্কয়ারে জনতার ভিড়ে একটি গাড়ি প্রবেশের পর বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ৫ জন নিহত হয়। চীনা কর্তৃপক্ষের দাবি, ইসলামি বিচ্ছিন্নতাবাদীরা এ বিস্ফোরণ উসকে দিয়েছেন।

ঝিনজিয়াং ডেইলি জানিয়েছে, চীনের কমিউনিস্ট পার্টি অব ঝিনজিয়াংয়ের স্থায়ী কমিটির সদস্য পদ থেকে জেনারেল পেং ইয়ংকে সরিয়ে দেওয়া হয়েছে।

ওই সন্ত্রাসী হামলার পর থেকে ঝিনজিয়াংয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে। চীনা গণমাধ্যমগুলো বলছে, সন্দেহভাজন ৮ জঙ্গি ওই হামলা চালিয়েছে। সন্দেহভাজনরা ৪শ লিটার জ্বালানি, অস্ত্র ও ৪০ হাজার ইউয়ান সংগ্রহ করেছিল।

চীনের কড়া পুলিশি পাহাড়ার স্থানগুলোর অন্যতম তিয়েনআনমেন স্কয়ারের উত্তরপূর্ব প্রান্তে তারা একটি গাড়িতে করে যান। গাড়িতে বিস্ফোরণে গাড়িতে থাকা তিনজন ও দুই পথচারী নিহত হয়।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৩
এসএফআই/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।