ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

পরমাণু স্থাপনা পরিদর্শনের আমন্ত্রণ ইরানের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৪, জানুয়ারি ৪, ২০১১
পরমাণু স্থাপনা পরিদর্শনের আমন্ত্রণ ইরানের

ইরান: ইরান তার দেশের পরমাণু চুল্লি বুশেহর পরিদর্শনের জন্য বিদেশি কূটনীতিকদের আমন্ত্রণ জানিয়েছে। মঙ্গলবার দেশটি জানায়, পরমাণু স্থাপনাগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এ আমন্ত্রণ।

খবর বিবিসির।

এছাড়াও ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচী নিয়ে বিশ্বের প্রধান দেশগুলোর সঙ্গে খোলামেলা আলোচনার  করাও এই আমন্ত্রনের উদ্দেশ্য।

উল্লেখ্য, অনেক পশ্চিমা দেশ সন্দেহ করে, পরমাণু অস্ত্র তৈরির উদ্দেশ্যে ইরান তার কর্মসূচি চালাচ্ছে। তবে তেহরান এই অভিযোগ নাকচ করে দিয়ে বলেছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
 
এই সফরের জন্য রাশিয়া, চীন এবং ইউ-এর প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা এতে আমন্ত্রণ পেয়েছেন কি না তা পরিষ্কার নয়।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপারাস্ত বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন, ন্যাম  এবং বিশ্বের শক্তিধর ছয় দেশের (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানি) প্রতিনিধিদের আমাদের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শনের আমন্ত্রণ জানানো হয়েছে। ’
 
চলতি মাসের শেষের দিকে তুর্কীর ইস্তান্বুলে এই সফর শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ০৪ জানুয়ারি ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।