ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫০, নভেম্বর ৩, ২০১৩
নাইজেরিয়ায় পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু

ঢাকা: নাইজেরিয়ার পূর্বাঞ্চলে একটি গির্জায় রাতের প্রার্থনা শেষে বের হওয়ার সময় পদদলিত হয়ে কমপক্ষে ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।   এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।



দেশটির রাজধানী আবুজা থেকে ৩০০ কিলোমিটার দূরে আনামব্রায় শনিবার স্থানীয় সময় ভোর ছয়টায় এ ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।  

আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদনে ওই প্রার্থনা উৎসবে এক লাখের বেশি মানুষ উপস্থিত হয়েছিলেন বলে জানা গেছে।

প্রদেশটির গভর্নর পিটার অবি গির্জাতে গিয়েছিলেন পরে তিনি আহতদের দেখতে হাসপাতালে যান। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তেরও অঙ্গীকার করেন।

দুর্ঘটনাস্থল হতে ১৭টি মরদেহ  উদ্ধার করা হয়েছে বলে সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন গভর্নরের মুখপাত্র মাইক উদা।
 
বাংলাদেশ সময় : ১৪৪৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৩
জেডকে/কেএইচকিউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।