ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্য ও আফ্রিকা সফরে কেরি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৬, নভেম্বর ৩, ২০১৩
মধ্যপ্রাচ্য ও আফ্রিকা সফরে কেরি

ঢাকা: মধ্যপ্রাচ্য ও আফ্রিকা সফর শুরু করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। ধারণা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার অবসান ঘটাতে ও যুক্তরাষ্ট্রের সাথে অঞ্চলটির সম্পর্ক উন্নয়নেই তিনি এ সফর শুরু করেছেন।

রোববার থেকে শুরু হওয়া নয় দিনের এ সফরে কেরি সৌদি আরব, ইসরায়েল, মরক্কো, আলজেরিয়া ও জর্ডান যাবেন।           

সরকারি কোনো কর্মসূচির অংশ না হলেও, এ সফরেই তিনি মিশর যেতে পারেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি। তার মিশর সফরের অন্যতম কারণ হবে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ক্ষমতাচ্যুতির পর যুক্তরাষ্ট্রের সাথে মিশরের সম্পর্কের উন্নয়ন ঘটানো।  

ধারণা করা হচ্ছে, মিশর গেলে যুক্তরাষ্ট্রের এ শীর্ষ কূটনীতিক দেশটির সাথে যুক্তরাষ্ট্রের পুরোনো সম্পর্কেরই উন্নতি ঘটাতে চেষ্টা করবেন ।

গণতান্ত্রিক অবস্থার অবনতি ঘটায় ও মুরসির সমর্থকদের বিরুদ্ধে সহিংসতার কারণে এ বছরের শুরুতে যুক্তরাষ্ট্র মিশরে বার্ষিক ১.৫ বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সহায়তা বন্ধ করে দিয়েছিল। দেশটির অভ্যন্তরীণ সরকার যুক্তরাষ্ট্রের এ অবস্থান নিয়ে সমালোচনাও করে।

মিশরে গত ৩ জুলাই সেনাবাহিনী কর্তৃক মুরসি পদচ্যুত হওয়ার পর সহিংসতায় কয়েকশ’ মানুষ নিহত হয়েছেন।

সরকারিভাবে কেরি প্রথমে রিয়াদে যাবেন। সেখানে সৌদি ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করবেন তিনি। সিরিয়া ও মিশরের ব্যাপারে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে সৌদি সরকারও ইতোমধ্যেই হতাশা ব্যক্ত করেছে।

এদিকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি বজায় রাখতে এ সফরেই কেরি দু’দেশের নেতাদের সঙ্গে দেখা করবেন। সফরের শেষের দিকে তিনি আলজেরিয়া ও মরক্কো যাবেন।

বাংলাদশ সময়: ১৩৩৪ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৩
কেএইচকিউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।