ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

চিলিতে ৬.৬ মাত্রার ভূকম্পন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০৪, নভেম্বর ১, ২০১৩
চিলিতে ৬.৬ মাত্রার ভূকম্পন

ঢাকা: উত্তর-মধ্য চিলিতে রিখটার স্কেলে ৬.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।



বৃহস্পতিবার অনুভূত হওয়া এ ভূমিকম্পে দেশটির রাজধানীর সান্তিয়াগোর ঘরবাড়ি কেঁপে ওঠে ও ভীত মানুষজন বাইরে চলে আসেন।

ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল চিলির রাজধানী সান্তিয়াগো থেকে ৬৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বের শহর কনকুইম্বো। আর ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্প সংঘটিত হয়।

চিলির জরুরি বিভাগ জানায় কোনো হতাহত কিংবা ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, চিলি এমনিতেই ভূমিকম্প এলাকা হিসেবে পরিচিত।

বাংলাদেশ সময়: ০৬৫৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৩
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।