ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

গণধর্ষণের প্রতিবাদে উত্তাল কেনিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৭, অক্টোবর ৩১, ২০১৩
গণধর্ষণের প্রতিবাদে উত্তাল কেনিয়া

ঢাকা: এক স্কুল ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় পুরো কেনিয়া এখন উত্তাল। এর প্রতিবাদে রাস্তায় নেমেছে শত শত মানুষ।

বৃহস্পতিবার ধর্ষণকারীদের বিচারের দাবিতে শত শত বিক্ষোভকারী পুলিশ সদর দফতরে পিটিশন দাখিল করে।

ওই পিটিশনে লক্ষ লক্ষ লোকের স্বাক্ষর রয়েছে। ধর্ষণের শিকার ১৬ বছর বয়সী ওই মেয়ের ছদ্মনাম লিজ। গত জুনে পশ্চিম কেনিয়ায় দাদার অন্ত্যেষ্টিক্রিয়ায় শেষ করে ফেরার পথে ধর্ষণের শিকার হয় লিজ। ধর্ষণের পর তার উপর শারীরিক নির্যাতন চালানো হয়। তাকে পিটিয়ে  রক্তাক্ত-অচেতন অবস্থায় ফেলা রাখা হয়।

এই ধর্ষণ কাণ্ডের সঙ্গে তিনজনকে অভিযুক্ত করা হয়েছে। তিনজনকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানায়। বিক্ষোভকারীরা কেনিয়ার রাজধানী নাইরোবিতে ‘লিজের ন্যায়বিচার চাই’ লিখিত টি-শার্ট পড়ে নেমে পড়ে।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৩
কেএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।