ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

এবার এনএসএ’র উপর ক্ষেপেছে গুগল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৩, অক্টোবর ৩১, ২০১৩
এবার এনএসএ’র উপর ক্ষেপেছে গুগল

ঢাকা: মার্কিন নজরদারির বিষয়ে এবার চটেছে গুগল। মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসএ) গুগলের ডাটা লিংক হ্যাক করেছে এমন সংবাদের পর এক বিবৃতিতে নিজেদের অসন্তুষ্টির কথা প্রকাশ করলো গুগল।

 

গুগলের একজন নির্বাহী বলেন, এনএসএর’র কার্যক্রম সম্পর্কে তারা কিছুই জানতো না। তিনি দ্রুত গুগল ঢেলে সাজানো প্রয়োজন বলে মত দেন।

সম্প্রতি গুগল ও ইয়াহুর নানা গুরুত্বপূর্ণ তথ্য এনএসএ হ্যাক করেছে এডওয়ার্ড স্নোডেনের বরাত দিয়ে এ কথা জানায় ওয়াশিংটন পোস্ট। তবে এনএসএ’র পরিচালক এই দুটি কোম্পানির উপর তাদের কোন অ্যাকসেস (প্রবেশাধিকার) ছিল না বলে দাবি করেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘন্টা, অক্টোবর ৩১, ২০১৩
কেএইচ/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।