ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২২, অক্টোবর ৩১, ২০১৩
আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন

ঢাকা: বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সংশ্লিষ্ট সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংযমী হয়ে শান্তিপূর্ণভাবে মত প্রকাশের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।

বাংলাদেশের বর্তমান সহিংস পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিশ্বের সবচেয়ে মর্যাদাবান আন্তর্জাতিক সংস্থার মহাসচিব।



বৃহস্পতিবার বান কি মুনের মুখপাত্র এক বিবৃতিতে তার এ উদ্বেগের কথা জানান।

সংলাপ শুরু করতে সাম্প্রতিক পদক্ষেপ অব্যাহত থাকবে বলে আশা করেন বান কি মুন। বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সব দলের প্রতি আহ্বান জানান তিনি।

দেশে সাম্প্রতিক সহিংসতায় কমপক্ষে ১২ জন নিহত ও অনেকে আহত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এর আগে এ বছরের শুরুতে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো বলেছিলেন, দক্ষিণ এশিয়ায় উল্লেখযোগ্যভাবে সহিংসতার ঘটনা বৃদ্ধি পেয়েছে। ঢাকায় পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত ও ৬০ জন আহত হওয়ার পর তা প্রত্যক্ষ হয়।

একই সাথে তিনি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও অহিংস নির্বাচনী পরিবেশ সৃষ্টিতে সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৩/আপডেটেড: ২২০৮ ঘণ্টা
জেপি/কেএইচকিউ/ এসএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।