ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

চীনের বাতিয়ান খনিতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১১, নভেম্বর ২২, ২০১০
চীনের বাতিয়ান খনিতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার

সিচুয়ান: চীনের সিচুয়ান প্রদেশের বন্যা কবলিত কয়লাখনিতে আটকে পড়া শ্রমিকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। এটা চীনের দুর্ঘটনা কবলিত খনি শিল্পের জন্য একটি দুর্লভ সাফল্য।



স্ট্রেচারে করে একের পর এক শ্রমিককে উদ্ধারের ঘটনাটি সোমবার চীনের রাষ্ট্র্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়।

প্রাথমিকভাবে খনিতে ২৮ জন আটকে থাকার কথা বলা হলেও পরে ২৯ জন শ্রমিকের কথা জানায় টেলিভিশন চ্যানেলটি।

সিচুয়ান প্রদেশের নেইজিয়াং শহরের কাছে বাতিয়ান কয়লাখনিতে এ উদ্ধার তৎপরতা চালানো হয় বলে চ্যানেলটি জানায়।

রোববার বন্যার পানিতে খনিটি প্লাবিত হওয়ার পর ছোট, ব্যক্তিমালিকানাধীন খনিতে থাকা ৪২ জন শ্রমিকের ১৩ জন বেরিয়ে আসতে সক্ষম হন।

বন্যার কারণে খনির ভেতর এক লাখ ৪১ হাজার কিউবিক ফুট পানি জমা হয়েছে বলে প্রাদেশকি নিরাপত্তা কর্মকর্তা জানান।

আটকে পড়া সব শ্রমিককে নিরাপদে উদ্ধার করায় এটা চীনের দুর্ঘটনা কবলিত খনি শিল্পের জন্য একটি দুর্লভ সাফল্য। কারণ চীনের খনিগুলো বিশ্বের মধ্যে সবচেয়ে ভয়াবহ। ২০০৯ সালে চীনে খনি দুর্ঘটনায় ২ হাজার ৬০০ শ্রমিক নিহত হন।  

বাংলাদেশ স্থানীয় সময়: ১২৪৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।