ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তান থেকে ন্যাটো সেনা প্রত্যাহার চাইবেন কারজাই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০০, নভেম্বর ২০, ২০১০
আফগানিস্তান থেকে ন্যাটো সেনা প্রত্যাহার চাইবেন কারজাই

কাবুল: আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের আহবান জানাবেন দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাই। পর্তুগালের রাজধানী লিসবনে ন্যাটো সম্মেলনে শনিবার ভাষণে তিনি এ আহবান জানাবেন।



২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের করতে চান কারজাই।

কারজাইয়ের একজন মুখপাত্র জানান, প্রেসিডেন্ট এবং ন্যাটোর ইচ্ছা একই, তবে এখনো অনেক বিষয়ে আলোচনার বাকি আছে।

এদিকে শুক্রবার ন্যাটোর মিত্র দেশগুলো যৌথ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সম্মত হয়েছে।

ন্যাটোর আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা বাহিনীর (আইএসএএফ) এক লাখ ৩০ হাজার সেনা আফগানিস্তানে নিয়োজিত রয়েছে। এর মধ্যে বেশির ভাগই যুক্তরাষ্ট্রে।

বাংলাদেশ সময়: ১৪৩০ঘণ্টা, নভেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।