ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

বিগত শতাব্দীর নবম ক্ষমতাধর নারী ইন্দিরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৫, নভেম্বর ২০, ২০১০
বিগত শতাব্দীর নবম ক্ষমতাধর নারী ইন্দিরা

ওয়াশিংটন: ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী টাইম ম্যাগাজিনের বিগত শতাব্দীর নবম ক্ষমতাধর নারী নির্বাচিত হয়েছেন। তালিকায় মাদার তেরেসার নামও হয়েছে।



শুক্রবার টাইম ম্যাগাজিন বিগত শতাব্দীর ২৫জন ক্ষমতাধর নারীর তালিকা প্রকাশ করে।

তালিকায় প্রথমে আছেন যুক্তরাষ্ট্রে প্রথম নোবেল বিজয়ী জেনি অ্যাডামস। এছাড়া মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারি কিনটন আছেন তালিকার ষষ্ঠ স্থানে।  

অন্যদিকে মারদার তেরেসার স্থান তালিকার ২২-এ।

টাইম ম্যাগাজিন জানায়, ইন্দিরা ছিলেন জাতির কন্যা। তিনি ১৯৬৬ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত পূর্ণ মেয়াদে প্রধান মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।   ১৯৮০ সালে চতুর্থ দফায় প্রধান মন্ত্রীর দায়িত্ব পালনের মাঝামাঝি সময় তিনি আততায়ীর গুলিতে নিহত হয়েছেন।  

২৫ জনের তালিকায় আরও আছেন মারিয়া কুরি, ম্যাডোনা, গোল্ডা মায়ার, অ্যাঙ্গেলা মার্কেল, ইলানুর রুজভেল্ট, মার্গারেট থ্যাচার, অপরাহ উইনফ্রে এবং ভার্জিনিয়া উল্ফ।

বাংলাদেশ সময়: ১৭৪০ঘণ্টা, নভেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।