ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

রেমন্ড ডেভিসকে মুক্তি দিল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৪, মার্চ ১৬, ২০১১
রেমন্ড ডেভিসকে মুক্তি দিল পাকিস্তান

ইসলামাবাদ: পাকিস্তানের একটি আদালত বুধবার মার্কিন কর্মকর্তা রেমন্ড ডেভিসকে মুক্তি দিয়েছেন। রেমন্ডের বিরুদ্ধে অভিযোগ, তিনি লাহোরে বিনা উস্কানিতে দুইজন পাকিস্তানি নাগরিককে গুলি করে খুন করেছেন।

খবর এএফপির।

জিও টেলিভিশন পাঞ্জাবের প্রাদেশিক আইনমন্ত্রী রানা সানাউল্লাহর উদ্ধৃতি দিয়ে জানায়, ‘খুন হওয়া দুই ব্যক্তির পরিবারের সদস্যরা আদালতে হাজির হয়ে তাকে (রেমন্ড) ক্ষমা দিয়েছেন। ’

তিনি বলেন, ‘তাকে কারগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন তিনি যেখানে খুশি যেতে পারবেন।   তার ওপর উপরই নির্ভর করছে তিনি কোথায় যাবেন। ’

গত জানুয়ারিতে ওই হত্যাকান্ডের ঘটনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক বিবাদ চলে বেশ কিছুদিন। যুক্তরাষ্ট্রের দাবি, রেমন্ড ডেভিস একজন কূটনীতিক এবং তাকে কূটনৈতিক আইনে দায়মুক্তি দেওয়া হোক। পরে জানা গেছে তিনি সিআইএ-র হয়ে কাজ করছিলেন।

রেমন্ডের দাবি, তিনি আত্মরক্ষার জন্য ওই দুইজনের গুলি চালিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, মার্চ ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।