ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ক্যামিলা রানী হতে পারেন: প্রিন্স চার্লস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৩, নভেম্বর ২০, ২০১০
ক্যামিলা রানী হতে পারেন: প্রিন্স চার্লস

লস এঞ্জেলেস: দ্বিতীয় এলিজাবেথের পর ক্যামিলা রানী হতে পারেন বলে মন্তব্য করেছেন প্রিন্স চার্লস। টেলিভিশন চ্যানেল এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এক তিনি একথা বলেন।



চার্লস বলেন, ‌‌‌‌আমি রাজা হবো কিনা এখনো জানি না। তবে আমি যদি সে পর্যন্ত জীবিত থাকি, তবে এ রকম হতে পারে।

প্রিন্স অব ওয়েলসের ঘণ্টাব্যাপী সাক্ষাৎকারটি শুক্রবার যুক্তরাষ্ট্রে সম্প্রচার করার কথা। সম্প্রচারের আগেই সাক্ষাৎকারের সঞ্চালক ব্রায়ান উইলিয়ামসের সঙ্গে কথোপকথনের একটি নথি প্রকাশ করেছে এনবিসি।

সাক্ষাৎকারটি গত আগস্ট মাসে ধারন করা হয়। চার্লস তার ছেলে হ্যারি এবং উইলিয়ামের সঙ্গে সম্পর্কের কথাও সাক্ষাতকারে উল্লেখ করেন।

প্রথম স্ত্রী প্রিন্সেস ডায়ানার মৃত্যুর পর দীর্ঘদিনের প্রেমিকা ক্যামিলা পার্কার বোয়েলসকে বিয়ে করেন চার্লস। তাদের দাম্পত্য জীবন ইতোমধ্যে পাঁচ বছর পার করেছে।

বাংলাদেশ সময়: ১৯৪২ঘণ্টা, নভেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।