ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ভারত-কানাডার অর্থনৈতিক চুক্তি নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৫, নভেম্বর ১৬, ২০১০
ভারত-কানাডার অর্থনৈতিক চুক্তি নিয়ে আলোচনা

নয়াদিল্লি: সমন্বিত অর্থনৈতিক অংশীদারি চুক্তি (সিইপিএ)-র ওপর মঙ্গলবার নয়াদিল্লিতে আলোচনা শুরু করেছে ভারত ও কানাডা। গত সপ্তাহে সিউলে একটি বৈঠকে এতে সম্মতি জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও তার প্রতিপ কানাডার স্টিফেন হার্পার।



কানাডার আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী ভ্যান লোন ও ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী আনন্দ শর্মা মঙ্গলবার বলেন, ‘এই চুক্তির ফলে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক গভীর ও বৈচিত্র্যপূর্ণ হবে। ’

আনন্দ বলেন, এ চুক্তি থেকে ভারত বার্ষিক এক হাজার দুইশ কোটি ডলার লাভবান হবে। বিজ্ঞান প্রযুক্তি, কৃষি, শিা, আইসিটি, স্বাস্থ্য, অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে ভারত সুফল পাবে।

২০৫০ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হওয়ার ল্য নিয়ে এগিয়ে ভারত।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।