ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

হাইতিতে কলেরায় নিহতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৯, নভেম্বর ১৩, ২০১০
হাইতিতে কলেরায় নিহতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে

জেনেভা/ ওয়াশিংটন: হাইতিতে কলেরায় আক্রান্ত হয়ে নিহতের সংখ্যা ৮০০ ছাড়িয়ে গেছে। আরও ১২ হাজার মানুষ  হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আশঙ্কা করা হচ্ছে ২ লাখ মানুষ রোগের ঝুঁকিতে রয়েছেন। জাতিসংঘের এক প্রতিবেদনে শুক্রবার এ তথ্য জানানো হয়।

দেশটির কলেরা রোগীদের সাহায্যের জন্য জাতিসংঘের পক্ষ থেকে ১৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার সহায়তার আবেদন জানানো হয়েছে।

রাজধানী পোর্ট অব প্রিন্সের হাসপাতালগুলো রোগীর চাপ সামলাতে হিমসিম খাচ্ছে। খোলা জায়গায় এমনকি রাস্তায়ও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের একজন চিকিৎসক বলেন, ‘গত বৃহস্পতিবার ২১৬ জন কলেরা রোগী ভর্তি হয়েছেন। গত সপ্তাহ থেকে এই সংখ্যা ১০ গুন বেশি। তিনি বলেন এভাবে রোগীর সংখ্যা বাড়তে থাকলে আমরা কিছু জেলায় জনগণকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করে দেব’।

হাইতিতে ভয়াবহ ভূমিকম্পের পর ১৫ লাখ মানুষ গৃহহীন হয়ে মানবেতর জীবন যাপন করছেন।

পরিস্কার পানির অভাবে কলেরা চার দিকে ছড়িয়ে পড়ছে।

উল্লেখ্য এ বছর ভয়াবহ ভূমিকম্পে হাইতির ২ লাখ ২২ হাজার ৭৫০ জন নিহত এবং কমপক্ষে ৩ লাখ ৫৭২ জন আহত হয়েছেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৪৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।