ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় বিমান চলাচল স্বাভাবিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৩, নভেম্বর ১১, ২০১০
ইন্দোনেশিয়ায় বিমান চলাচল স্বাভাবিক

মাউন্ট মেরাপি: ইন্দোনেশিয়ায় বিমান চলাচল বৃহস্পতিবার স্বাভাবিক হয়েছে। জাভা দ্বীপের মাউন্ট মেরাপির অগ্ন্যুৎপাতের ঘটনায় ছাই মেঘের কারণে গত কয়েক দিনে বেশ কিছু আন্তর্জাতিক ফাইট বাতিল করা হয়।



বিমান বন্দরের ব্যবস্থাপক ফ্রান্স ইউসেফ বলেন, সবকিছু স্বাভাবিক রয়েছে। তিনি বলেন,
‘আকাশ পরিস্কার এবং আমরা যতদূর জানি সব ফাইটই পরিচালিত হচ্ছে’।

এরআগে বুধবারও ঝড়ো হাওয়ার কারণে বিমান সংস্থাগুলো বিমানের ফাইট বাতিল করে।

এশিয়া সফরের অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০ ঘণ্টার ইন্দোনেশিয়া সফর করেন।

এদিকে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের ইন্দোনেশিয়ায় ভ্রমণে সর্তক থাকার পরামর্শ দিয়েছে।

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর অন্তত ১৯১ জন নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫৩৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।