ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

পাইলট হত্যায় অভিযুক্ত দুই অবৈধ অভিবাসীর মৃত্যুদণ্ড চান টেক্সাস গভর্নর গ্রেগ অ্যাবট 

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৯, মে ২৯, ২০২৫
পাইলট হত্যায় অভিযুক্ত দুই অবৈধ অভিবাসীর মৃত্যুদণ্ড চান টেক্সাস গভর্নর গ্রেগ অ্যাবট  গ্রেগ অ্যাবট

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবট দুই অবৈধ অভিবাসীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন, যারা ১৮ বছর বয়সী অ্যাভা মুরের মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযুক্ত।  

অ্যাভা ছিলেন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে সদ্য যোগ দেওয়া এক তরুণ রিক্রুট, যিনি মেমোরিয়াল ডে উইকেন্ডে গ্রেপভাইন লেকে কায়াকিং করার সময় একটি 'হিট অ্যান্ড রান' দুর্ঘটনায় নিহত হন।

গভর্নর অ্যাবট সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি ভিডিও সংবাদ প্রতিবেদন শেয়ার করে লিখেছেন, ‘টেক্সাসে স্বাগতম- এই নাও তোমাদের মৃত্যুদণ্ড’। ভিডিওতে ভেনেজুয়েলা থেকে আগত দুই অভিযুক্ত, ডাইকারলিন আলেহান্দ্রা গনজালেজ গনজালেজ ও মাইকেল পেরোজোর গ্রেপ্তারের খবর তুলে ধরা হয়েছে।

গনজালেজের বিরুদ্ধে অভিযোগ, তিনি বেপরোয়া ভাবে জেট স্কি চালাচ্ছিলেন এবং মুরের কায়াকের সঙ্গে ধাক্কা লাগান। এরপর পেরোজোর সঙ্গে একটি গাড়িতে পালিয়ে যান এবং পালানোর পথে আরও দুটি গাড়িকে ধাক্কা দেন। পরে ডালাসে এক বাড়িতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। গনজালেজের বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রির ম্যানস্লটারের অভিযোগ আনা হয়েছে, আর পেরোজোর বিরুদ্ধে ঘটনাস্থল থেকে পালানোর অভিযোগ রয়েছে। এখনো কাউকেই মৃত্যুদণ্ডের যোগ্য কোনো অভিযোগে অভিযুক্ত করা হয়নি।

রিপোর্ট অনুযায়ী, দুই অভিযুক্তই যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করছিলেন। টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনসহ রাজ্যের কর্মকর্তারা ঘটনাটিকে তীব্রভাবে নিন্দা জানিয়েছেন এবং এটিকে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির ব্যর্থতা হিসেবে দেখছেন।

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।