ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সম্প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়া সফরের অংশ হিসেবে স্ত্রী ব্রিজিতকে সঙ্গে নিয়ে ভিয়েতনামে পৌঁছলে এক অবাক করা ঘটনা ঘটে, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, বিমান হ্যানয়ের মাটিতে নামার পর ম্যাক্রোঁ হাসিমুখে বিমান থেকে নামতে উদ্যত হন।
এরপর, বিমান থেকে নেমে আসেন প্রেসিডেন্ট ও তার স্ত্রী ব্রিজিত। এতে বোঝা যায় প্রেসিডেন্টে মুখে হাত দেওয়া নারী তিনিই ছিলেন। বিমান থেকে নামার সময় ম্যাক্রোঁ হাত বাড়িয়ে দিলেও ব্রিজিত অস্বীকৃতি জানান।
এই ভিডিও কয়েক সেকেন্ডেই তা ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। হাসিঠাট্টা, চমক এবং জল্পনা শুরু হয়। অনেকে প্রশ্ন তোলেন, তবে কি সত্যিই স্ত্রীর হাতে চড় খেলেন ফরাসি প্রেসিডেন্ট?
এই ঘটনায় প্রেসিডেন্টের কার্যালয় প্রথমে কোনো মন্তব্য করতে চায়নি। পরে অবশ্য দাবি করা হয়, ভাইরাল হওয়া ভিডিওটি ভুয়া।
তবে ফরাসি সংবাদমাধ্যম ‘লা মনডে’, ‘বিএফএমটিভি’, ‘ডেইলি এক্সপ্রেস’ এবং ‘দ্য ইউএস সান’ নিশ্চিত করে জানায়, ভিডিওটি আসল। একটি ঘনিষ্ঠ সূত্র বিএফএমটিভিকে জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়া সফরের আগে দম্পতির মধ্যে একপ্রকার দাম্পত্য কলহ হয়েছিল এবং তারই রেশ ধরে বিমানবন্দরে এই ঘটনার সূত্রপাত।
এমজে