ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

জার্মান লেখিকা ফ্রোহলিচের মৃত্যুতে খুনের তদন্ত শুরু করেছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৮, এপ্রিল ২৯, ২০২৫
জার্মান লেখিকা ফ্রোহলিচের মৃত্যুতে খুনের তদন্ত শুরু করেছে পুলিশ

জার্মানির হামবুর্গ শহরে জনপ্রিয় লেখিকা আলেক্সান্দ্রা ফ্র্যোলিখকে একটি হাউসবোটে মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে জার্মান পুলিশ। তারা এটিকে হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করে তদন্ত এগিয়ে নিচ্ছে।

  

জার্মান পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, গত মঙ্গলবার (২২ এপ্রিল) হামবুর্গের মুরফ্লিট জেলায় অবস্থিত নিজের হাউসবোটে ৫৮ বছর বয়সী লেখিকা আলেক্সান্দ্রা ফ্র্যোহলিচকে মৃত অবস্থায় তার আত্মীয়রা খুঁজে পান। পরে তারা দমকল বিভাগকে খবর দিলে ঘটনাস্থলে যায় পুলিশ। মৃত্যুর কারণ পরিষ্কার নয়।

পুলিশ আরও জানিয়েছে, ঘটনাস্থলে হত্যাকাণ্ড তদন্তকারী দলের কর্মকর্তারা উপস্থিত থেকে তদন্ত শুরু করেছেন এবং পাবলিক প্রসিকিউটরের অফিসের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ ডুবুরি দলও মোতায়েন করা হয়েছে।

ঘটনাস্থল ও প্রাপ্ত আলামত পর্যালোচনা করে পুলিশ ধারণা করছে, এই লেখিকা সহিংসতার শিকার হয়ে মারা গেছেন। তদন্তে সহায়তার জন্য প্রত্যক্ষদর্শীদের কাছে তথ্য চেয়েছে পুলিশ।

আলেক্সান্দ্রা ফ্র্যোলিখ ছিলেন একজন সফল লেখিকা ও ফ্রিল্যান্স ম্যাগাজিন সম্পাদক। পেশাজীবনের শুরুতে তিনি সাংবাদিকতা করতেন এবং ইউক্রেনের কিয়েভে একটি নারীবিষয়ক ম্যাগাজিন প্রতিষ্ঠা করেছিলেন। জার্মান প্রকাশনা সংস্থা কনাউর তার প্রথম উপন্যাস প্রকাশ করে।

পেঙ্গুইন প্রকাশনা সংস্থার তথ্যমতে, তার সাম্প্রতিক দুটি বই— ‘মাই রাশিয়ান মাদার-ইন-ল অ্যান্ড আদার ক্যাটাস্ট্রফি’ এবং ‘দেয়ার ইস অলওয়েস সামওয়ান ডাইয়িং’— জার্মানির জনপ্রিয় ‘স্পিগ’ বেস্টসেলার তালিকায় স্থান পায়।

সূত্র: সিএনএন

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।