ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

জাতিসংঘে উপ-রাষ্ট্রদূত পদে ট্যামি ব্রুসকে বেছে নিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৪, আগস্ট ১০, ২০২৫
জাতিসংঘে উপ-রাষ্ট্রদূত পদে ট্যামি ব্রুসকে বেছে নিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাম্বাসেডর বা উপ-রাষ্ট্রদূত হিসেবে ফক্স নিউজের সাবেক হোস্ট ও স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুসকে মনোনীত করেছেন।

ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, জানুয়ারি থেকে ব্রুস স্টেট ডিপার্টমেন্টে কাজ করে অসাধারণ ভূমিকা পালন করেছেন।

এর আগে ব্রুস ২০ বছর ধরে ফক্স নিউজের কনজারভেটিভ বিশ্লেষক হিসেবে কাজ করেছেন এবং ‘ফিয়ার ইটসেলফ: এক্সপোজিং দ্য লেফটস মাইন্ড-কিলিং এজেন্ডা’সহ বেশ কয়েকটি বই লিখেছেন, যেখানে মূলত লিবারেল নীতির সমালোচনা করা হয়েছে।

সিনেট থেকে অনুমোদন পেলে ট্যামি ব্রুস ডেপুটি অ্যাম্বাসেডরের দায়িত্ব নেবেন।  

ট্রাম্প বলেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ট্যামি ব্রুসকে জাতিসংঘে মার্কিন ডেপুটি অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত করেছি। তিনি একজন মহান দেশপ্রেমিক, টেলিভিশন ব্যক্তিত্ব ও বেস্টসেলিং লেখক।

মুখপাত্র হিসেবে ব্রুস মার্কিন অভিবাসন নীতি কঠোর  করা এবং গাজায় সাহায্য পৌঁছানোর জন্য বেসরকারি সামরিক বাহিনী পাঠানোর মতো বিতর্কিত সিদ্ধান্তের পক্ষে মন্তব্য করেছেন।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী রাষ্ট্রদূত পদে মনোনীত মাইক ওয়াল্টজ এখনও সিনেটের অনুমোদন পাননি। বর্তমানে ডোরোথি শি জাতিসংঘে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।