ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩২, ১৬ এপ্রিল ২০২৫, ১৭ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিস্তিন রাষ্ট্র মানেই সন্ত্রাসে উৎসাহ, ম্যাঁক্রোকে নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
ফিলিস্তিন রাষ্ট্র মানেই সন্ত্রাসে উৎসাহ, ম্যাঁক্রোকে নেতানিয়াহু

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরুদ্ধেই নিজের অবস্থান জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর সঙ্গে এক টেলিফোন আলাপের সময় তিনি বলেন, আলাদা একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা হলে সেটি হবে ‘সন্ত্রাসের জন্য একটি বিরাট পুরস্কার।

এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছিলেন, আগামী কয়েক মাসের মধ্যেই তার দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। এরপরই নেতানিয়াহু তার সঙ্গে ফোনে যোগাযোগ করেন এবং সরাসরি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিরোধিতা করেন।

ফোনালাপের পর ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রেসিডেন্ট ম্যাঁক্রোকে জানিয়েছেন, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সৃষ্টি মানে সন্ত্রাসবাদকে উৎসাহ দেওয়া ও তাদের জন্য বিরাট পুরস্কার। তিনি উল্লেখ করেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) বা তাদের কোনো কর্মকর্তা ওই হামলার নিন্দা জানায়নি। ”

বিবৃতিতে আরও বলা হয়, ম্যাঁক্রোকে প্রধানমন্ত্রী আরও বলেন, ইসরায়েলি শহরগুলোর কাছাকাছি কোনো ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হলে, সেটি হয়ে উঠবে ইরান ও তার মিত্রদের শক্ত ঘাঁটি। যা অধিকাংশ ইসরায়েলির কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

তিনি আরও জানান, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বিপক্ষে অবস্থান তার দীর্ঘদিনের রাজনৈতিক নীতি।

সূত্র: টাইমস অব ইসরায়েল

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ