ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩২, ১৬ এপ্রিল ২০২৫, ১৭ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় গণহত্যা বন্ধের অনুরোধে একের পর এক সই করছেন ইসরায়েলি সেনারা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
গাজায় গণহত্যা বন্ধের অনুরোধে একের পর এক সই করছেন ইসরায়েলি সেনারা

ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যা বন্ধের দাবিতে ইসরায়েলি সেনাদের মাঝে প্রতিবাদের ঢেউ উঠেছে। যুদ্ধ বিরোধী একটি অনুরোধপত্রে একের পর এক সই করে চলেছেন তারা।

এই পিটিশনের মাধ্যমে তারা গাজায় যুদ্ধ বন্ধ ও যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকে ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনার জন্য আলোচনার আহ্বান জানিয়েছেন।

ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, সম্প্রতি এই অনুরোধপত্রে নতুন করে আরও ১৫০ জন সেনা সদস্য সই করেছেন। তারা সবাই ইসরায়েলের প্রখ্যাত গোলানি ব্রিগেড ফোর্সের সদস্য।

এই পিটিশনে ইতিমধ্যে হাজার হাজার ইসরায়েলি সেনার নাম অন্তর্ভুক্ত হয়েছে, যা ইসরায়েলি সরকারের ভেতরে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করেছে।

গত সপ্তাহ থেকে ধারাবাহিকভাবে পিটিশনে সই করছেন বিভিন্ন শাখার সেনারা। প্রথমে সই করেন ইসরায়েলি বিমান বাহিনীর অন্তত ১ হাজার রিজার্ভ সদস্য। এরপর ট্যাংক ইউনিট, নৌবাহিনী ও অন্যান্য সামরিক শাখার সাবেক ও বর্তমান কর্মকর্তারাও এতে যোগ দেন।

সর্বশেষ, গত ১৩ এপ্রিল (রোববার) আরও একটি পিটিশনে সই করেছেন ২০০ জন সামরিক চিকিৎসক।

এই ধারাবাহিক ঘটনায় উদ্বিগ্ন হয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি জানান, সক্রিয় দায়িত্বে থাকা কোনো সেনা সদস্য যদি পিটিশনে সই করেন, তাহলে তাকে বরখাস্ত করা হবে।

উল্লেখ্য, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ১৮ মার্চ থেকে আবারও গাজায় হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এ পর্যন্ত সেখানে ১ হাজার ৬১৩ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫১ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
এসএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ