ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩২, ১৬ এপ্রিল ২০২৫, ১৭ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পের শুল্কনীতি স্থগিত চেয়ে মার্কিন আদালতে মামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
ট্রাম্পের শুল্কনীতি স্থগিত চেয়ে মার্কিন আদালতে মামলা

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি স্থগিতের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালতে মামলা করেছে একটি আইনি সহায়তামূলক সংগঠন। লিবার্টি জাস্টিস সেন্টার নামের এই আইনি সহায়তা সংস্থা বলছে, ট্রাম্প তার সাংবিধানিক ক্ষমতা অতিক্রম করেছেন।

সংগঠনটি পাঁচটি ছোট ব্যবসা প্রতিষ্ঠানের হয়ে এই মামলা করেছে। প্রতিষ্ঠান গুলোর কেউ নিউ ইয়র্কে ওয়াইন ও স্পিরিট আমদানি করে, কেউ আবার ভার্জিনিয়ায় শিক্ষামূলক কিট ও বাদ্যযন্ত্র তৈরি করে। তাদের দাবি, ট্রাম্পের শুল্কনীতি তাদের ব্যবসাকে হুমকির মুখে ফেলেছে।

এছাড়াও ফ্লোরিডার একটি ফেডারেল আদালতে একই ধরনের আরেকটি মামলা চলছে, যেখানে এক ছোট ব্যবসায়ী চীনের ওপর আরোপিত শুল্ক বন্ধের আবেদন করেছেন।

ট্রাম্প প্রশাসন সব দেশের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করে এবং যেসব দেশ যুক্তরাষ্ট্রের পণ্যে উচ্চ শুল্ক আরোপ করে, তাদের জন্য আরও বেশি হারে শুল্ক নির্ধারণ করা হয়, যদিও পরে এসবের বেশিরভাগ ৯০ দিনের জন্য স্থগিত করা হয়।

লিবার্টি জাস্টিস সেন্টারের আইনজীবী জেফরি শ্যাব স্পষ্ট ভাষায় বলেন— এত বড় অর্থনৈতিক সিদ্ধান্ত একজন মানুষের হাতে থাকা উচিত নয়। এটি কংগ্রেসের দায়িত্ব— প্রেসিডেন্টের নয়।

হোয়াইট হাউসের মুখপাত্র হ্যারিসন ফিল্ডস ট্রাম্পের শুল্কনীতিকে সমর্থন করে বলেন, 'নেভার ট্রাম্পাররা' সবসময়ই তার বিরোধিতা করবে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের ব্যবসায়িক অংশীদাররা, বিশেষ করে চীনের মতো দেশগুলো যেভাবে যুক্তরাষ্ট্রকে শোষণ করছে, তার বিরুদ্ধে দাঁড়িয়েছন।

তার পরিকল্পনা যার মাধ্যমে ব্যবসায়ী শ্রমিকদের জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে। যার মধ্যমে দীর্ঘস্থায়ী বাণিজ্য ঘাটতির ফলে সৃষ্ট জাতীয় জরুরি অবস্থা মোকাবিলা করা যাবে।

সূত্র: দ্য গার্ডিয়ান

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা,  এপ্রিল ১৫, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ