ঢাকা, মঙ্গলবার, ২ বৈশাখ ১৪৩২, ১৫ এপ্রিল ২০২৫, ১৬ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে প্রাথমিক ও মাধ্যমিকে বাধ্যতামূলক হচ্ছে এআই শিক্ষা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৫
চীনে প্রাথমিক ও মাধ্যমিকে বাধ্যতামূলক হচ্ছে এআই শিক্ষা

চীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বৈশ্বিক নেতৃত্বের লক্ষ্যে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে দেশটির সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এআই শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে।

এই উদ্যোগের আওতায় শিক্ষার্থীরা প্রতি বছর অন্তত আট ঘণ্টা করে এআই-সম্পর্কিত পাঠ গ্রহণ করবে।

নতুন শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হওয়া এই পরিকল্পনার লক্ষ্য শিশুদের ছোটবেলা থেকেই প্রযুক্তি ও উদ্ভাবনের জগতে উদ্বুদ্ধ করা। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিদ্যালয়গুলো চাইলে এআই বিষয়টিকে বিদ্যমান পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে পারবে, অথবা একে আলাদা কোর্স হিসেবেও চালু করতে পারবে।

পর্যায়ভিত্তিক এই শিক্ষায়, প্রাথমিক স্তরে শিক্ষার্থীরা হাতে-কলমে কার্যক্রমের মাধ্যমে এআই-এর মৌলিক ধারণা শিখবে। মাধ্যমিকে তারা বাস্তব জীবনে এআই-এর ব্যবহার সম্পর্কে জানবে, আর উচ্চমাধ্যমিকে উন্নত এআই প্রযুক্তি ও তার উদ্ভাবনী প্রয়োগ নিয়ে পড়াশোনা করবে।

চীনের শিক্ষামন্ত্রী হুয়াই জিনপেং বলেছেন, এআই কেবল প্রযুক্তি নয়, এটি শিক্ষার ধরন বদলে দেওয়ার মতো এক রূপান্তরকারী শক্তি। তিনি আরও জানান, ২০২৫ সালেই প্রকাশিত হবে একটি হোয়াইট পেপার, যেখানে থাকবে চীনের এআই শিক্ষা বিষয়ক কৌশল, নীতিগত দিকনির্দেশনা এবং বাস্তবায়ন পরিকল্পনা।

বিশ্লেষকদের মতে, এআই শিক্ষাকে বাধ্যতামূলক করার এই সিদ্ধান্ত শুধু ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করাই নয়, বরং চীনের দীর্ঘমেয়াদি উদ্ভাবনী সক্ষমতা ও প্রযুক্তিগত প্রতিযোগিতা শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশ্ব যখন এআই-কে কেন্দ্র করে এগোচ্ছে, তখন এই পদক্ষেপ চীনকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা,এপ্রিল ১৪, ২০২৫
এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ