ঢাকা, রবিবার, ৩০ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রুশ ক্ষেপণাস্ত্রে ভারতীয় ওষুধ কোম্পানির গুদাম ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
রুশ ক্ষেপণাস্ত্রে ভারতীয় ওষুধ কোম্পানির গুদাম ধ্বংস

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে অবস্থিত ভারতীয় ওষুধ কোম্পানি কুসামের একটি গুদাম ধ্বংস হয়ে গেছে।

শনিবার (১২ এপ্রিল) এক্স পোস্টে কিয়েভ এই তথ্য জানিয়েছে, খবর এনডিটিভি।

ইউক্রেনের ভারতীয় দূতাবাস জানায়, রাশিয়া ইচ্ছাকৃতভাবে ভারতের ব্যবসায়িক প্রতিষ্ঠানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তারা আরও জানায়, এই হামলায় রাশিয়া ভারতীয় কোম্পানি কুসামের গুদাম ঘরে ক্ষেপণাস্ত্র হামলা করেছে, যার মধ্যে শিশু ও বৃদ্ধদের জন্য প্রস্তুত করা গুরুত্বপূর্ণ ওষুধ ছিল।

এদিকে ব্রিটেনের রাষ্ট্রদূত মার্টিন হ্যারিস অভিযোগ করে বলেন, রাশিয়া কিয়েভে একটি ওষুধ কোম্পানির গুদামে ড্রোন হামলা চালিয়ে তা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। তবে, তিনি নিশ্চিত করেননি যে এটি ভারতীয় কোম্পানির গুদাম ছিল কি না।

এক্সে পোস্ট করা তার মন্তব্যে মার্টিন বলেন, আজ সকালে রাশিয়া ড্রোন হামলা চালিয়ে কিয়েভের একটি ওষুধ কোম্পানির গুদাম উড়িয়ে দিয়েছে, যেখানে বৃদ্ধ ও শিশুদের জন্য প্রয়োজনীয় ওষুধ মজুদ ছিল। রাশিয়া আবারও ইউক্রেনের বেসামরিক জনগণের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে।

অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী অভিযোগ করেছেন যে, গত ২৪ ঘণ্টায় ইউক্রেন রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাঁচটি হামলা চালিয়েছে, যা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্থগিতাদেশের লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০০১২ ঘণ্টা, ১৩ এপ্রিল ২০২৫
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।