ঢাকা, সোমবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৭ এপ্রিল ২০২৫, ০৮ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে ৭০ বাংলাদেশি নিয়ে বাস খাদে, নিহত ১ আহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫
ভারতে ৭০ বাংলাদেশি নিয়ে বাস খাদে, নিহত ১ আহত ১৫

ভারতের উড়িষ্যায় ৭০ বাংলাদেশি পূণ্যার্থী বহনকারী একটি বাস উল্টে খাদে পড়ে গেছে। এতে নুনিবালা নাথ নামে একজন প্রাণ হারিয়েছেন।

আহত হয়েছেন আরও ১৫ জন।

রোববার (৬ এপ্রিল) ভুবনেশ্বর শহরের অদূরে উত্তরা স্কয়ার এলাকার ১৬ নম্বর জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম জানায়, ওই ৭০ বাংলাদেশিকে বহনকারী বাসটি পুরী যাচ্ছিল। হঠাৎ এটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। তখনই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়িচালক।

স্থানীয়দের সহায়তায় পুলিশ আহত যাত্রীদের নিকটস্থ ক্যাপিটাল হাসপাতালে নিয়ে গেছে। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ভুবনেশ্বরের এআইআইএমএসে নিয়ে যাওয়া হয়।

ফিটনেসবিহীন বাসটি দুর্ঘটনাস্থল থেকে সরানো হয়েছে। অন্য যাত্রীদের পুরীতে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।