ঢাকা, মঙ্গলবার, ১৮ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০২ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিয়ানমারের ভূমিকম্প কতটা শক্তিশালী ছিল?

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১১ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
মিয়ানমারের ভূমিকম্প কতটা শক্তিশালী ছিল?

শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১৪৪ জন নিহত হয়েছেন। আর থাইল্যান্ডে নিহতের সংখ্যা অন্তত ১০।

খবর বিবিসির।

শুক্রবার দুপুরের দিকে হওয়া এই ভূমিকম্পে মিয়ানমারের ছয়টি অঞ্চল ও থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এখনো চলছে উদ্ধারকাজ।

ভূতাত্ত্বিকদের মোমেন্ট ম্যাগনিটিউড স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৭। এতে বিভিন্ন স্থানে ভবন ধসে পড়তে দেখা যায়। কোথাও কোথাও সড়কে ফাটল ধরার খবরও পাওয়া যাচ্ছে।

কেন ভূমিকম্প হয়

পৃথিবীর উপরের স্তরগুলো প্লেট হিসেবে বিভক্ত। এসব টেকটোনিক প্লেট একে অপরের সঙ্গে ক্রমাগত চলতে থাকে।

সঞ্চরণশীল প্লেটগুলোর সীমানায় ঘর্ষণ তৈরি হয়। যখন এই ঘর্ষণ শক্তি মুক্তি পায়, তখন ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের তীব্রতা প্লেটগুলোর মধ্যে শক্তির মুক্তির পরিমাণ এবং সীমানার অবস্থানের ওপর নির্ভর করে।

ভূমিকম্পের সময় কতটা কম্পন হয়েছে এবং তা সৃষ্টি করতে কতটা শক্তি লেগেছে, মোমেন্ট ম্যাগনিটিউড স্কেল তা পরিমাপ করে।

৭-এর বেশি মাত্রার ভূমিকম্প শক্তিশালী হিসেবে ধরা হয় এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার মতে, এটি প্রাণহানির বড় ঝুঁকি সৃষ্টি করতে পারে। পাশাপাশি বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হতে পারে।

কোন মাত্রার ভূমিকম্পের প্রভাব কেমন

২ দশমিক ৯ বা এর কম মাত্রার ভূমিকম্প সাধারণত টের পাওয়া যায় না। ৪ থেকে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প মানুষ অনুভব করতে পারলেও এতে তেমন ক্ষয়ক্ষতি হয় না।   

৫ থেকে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কোনো কোনো ক্ষেত্রে সামান্য ক্ষয়ক্ষতি হতে পারে। ৬ থেকে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে অবকাঠামোর ক্ষয়ক্ষতি হতে পারে।  

৭ থেকে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প বেশ শক্তিশালী হয়ে থাকে। এতে প্রাণহানি ঘটতে দেখা যায়। কয়েক বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি পর্যন্ত হতে পারে।

৮ থেকে ৮ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অত্যন্ত শক্তিশালী হয়ে থাকে। এতে ব্যাপক প্রাণহানি ঘটে। আর ৯ বা তারও বেশি মাত্রার ভূমিকম্প সচরাচর দেখা না। এই মাত্রার ভূমিকম্প বিশাল এলাকাজুড়ে ক্ষয়ক্ষতি সাধন করে।

২০১১ সালে জাপান উপকূলে ৯ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এর কারণে সুনামি হয়েছিল এবং উপকূলের কাছে থাকা একটি পারমাণবিক কেন্দ্রে বড় ধরণের দুর্ঘটনা ঘটেছিল।

১৯৬০ সালে চিলিতে সবচেয়ে বড় ভূমিকম্পটি রেকর্ড করা হয়। সেখানে ৯.৫ মাত্রার ভূমিকম্প হয়েছিল। এতে দেশটিতে দেড় হাজারের বেশি মানুষের প্রাণ যায়।

বাংলাদেশ সময়: ০৪৫৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।