ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

বোমা বহনকারী বিমানটি প্রথম অবতরণ করে জার্মানিতে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৯, অক্টোবর ৩১, ২০১০
বোমা বহনকারী বিমানটি প্রথম  অবতরণ করে জার্মানিতে

লন্ডন: ইয়েমেন থেকে আসা পার্সেল বোমাটি প্রথমে জার্মানিতে পৌঁছেছিলো। পরে ব্রিটেনের বিমানে করে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে লন্ডনের একটি বিমানবন্দরে বোমাটি শনাক্ত করা হয়।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন শনিবার এ তথ্য জানিয়েছেন।     

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মার্কেলের সঙ্গে বৈঠকে ক্যামেরন বলেন, ‘এর মধ্য দিয়ে এটাই প্রমাণ হয় যে সন্ত্রাসবাদ দমনে আমরা কতটা ঐক্যবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ। ’

পার্সেল বোমটি প্রথমে জার্মানির কোলন শহরে খালাস করা হয়। পরে মধ্য ইংল্যান্ডের নটিংহামের কাছে অন্য একটি বিমানে স্থানান্তর করা হয়। স্কাই নিউজ টেলিভিশন চ্যানেল এতথ্য জানায়।

পরে ওই বিমনাবন্দরে ইউপিএসর পণ্যবাহী বিমানে শুক্রবার মোড়কটি আটক ও এর মধ্যে শনাক্ত করা হয়।  

বাংলাদেশ স্থানীয় সময়: ১১:০৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।