ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার সুনামি এলাকায় নিখোঁজ ১৩৫ জনের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫০, অক্টোবর ৩০, ২০১০
ইন্দোনেশিয়ার সুনামি এলাকায় নিখোঁজ ১৩৫ জনের সন্ধান

জাকার্তা: ইন্দোনেশিয়ার প্রত্যন্ত দ্বীপে ১৩০ জনেরও বেশি নিখোঁজ মানুষের সন্ধান পাওয়া গেছে। দ্বীপটির উঁচু এলাকায় সুনামির আঘাতে নির্খোঁজ এসব ব্যক্তিদের সন্ধান পাওয়া যায় বলে এক কর্মকর্তা জানান।



দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা অ্যাগুস প্রায়িতনো বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘উত্তর পেগাই দ্বীপের উঁচু ভূমিতে উদ্ধারকর্মীরা নিখোঁজ কয়েকজনের সন্ধান পেয়েছেন। ’

তবে এখনো আরও ১৬৩ জন নিখোঁজ রয়েছে বলে জানানো হয়।

তবে সরকারি হিসেব অনুযায়ী ৪১৩ জন নিখোঁজ বলে আগে জানানো হয়েছিলো এবং এতে পরিবর্তন আনা হবেনা বলেও জানান তিনি।

এদিকে আরও সুনামির আশঙ্কায় সন্ধান পাওয়া মানুষেরা বন ও পাহাড় ছাড়তে ভয় পাচ্ছেন বলে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা জোসকামাতির জানান।

তিনি বলেন, ‘আবারও সুনামির ভয়ে তারা গ্রামে ফিরে যেতে ভয় পাচ্ছেন বলে তাদের খুঁজে পেতে আমাদের অনেক সময় লেগেছে। ’

তিনি আরও বলেন, ‘নিখোঁজদের সন্ধান পেয়ে আমরা খুবই আনন্দিত। তাদের খুঁজে পেতে আমাদের কঠোর পরিশ্রম করতে হয়েছে। ’

সোমবার রাতে পাগাই দ্বীপের উত্তর ও দক্ষিণাংশে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের প্রভাবে তিন মিটারের একটি সুনামির সৃষ্টি হয়। দ্বীপটি পশ্চিম সুমাত্রার প্রত্যন্ত মিন্তাই এলাকায় অবস্থিত।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।