ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ফ্রান্সে অবসর সংস্কার আইনের চুড়ান্ত অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৭, অক্টোবর ২৮, ২০১০

প্যারিস: চরম অসন্তুষ্টি, বিক্ষোভ ও অচলাবস্থা উপেক্ষা করে ফ্রান্সের পার্লামেন্ট বুধবার অবসর আইন সংস্কারের চূূড়ান্ত অনুমোদন দিয়েছে।

আইনে অবসর গ্রহণের বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬২ করা হয়েছে।

পার্লামেন্ট থেকে আইনের সংস্কার ইতিবাচক বলে উল্লেখ করেছে। তবে প্রেসিডেন্ট নিকোলা সারকোজি কয়েক সপ্তাহ এতে সাক্ষর করবেন না।

এদিকে বিরোধী দলীয় সাংসদ মরিসল আইনকে নিস্ফল হিসেবে উল্লেখ করেন। অপরদিকে সরকারি দলের সাংসদ জিয়ান লিয়নতি বলেন, এই সংস্কার জনগণের আকাঙ্খার ঐতিহাসিক জয় ।

এদিকে বৃহস্পতিবারও নয় দিনের মতো শ্রমিকরা এই সংস্কারের বিরুদ্ধে বিক্ষোভ করছেন এবং ধর্মঘট অব্যাহত রেখেছেন।  

ধর্মঘটের ফলে জ্বালানি সরবরাহ না হওয়ায় দেশের জ্বালানি স্টেশনের বেশির ভাগই বন্ধ হয়ে গেছে। দেশের যোগাযোগ ব্যবস্থা চরমভাবে ব্যাহত হচ্ছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৮৩৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।