ঢাকা, শনিবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

থাইল্যান্ডে রাস্তায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে সেনাসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৫০, জুলাই ২, ২০১০
থাইল্যান্ডে রাস্তায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে সেনাসহ নিহত ৫

নারাথিওয়াত: থাইল্যান্ডে দক্ষিণাঞ্চলের নারাথিওয়াত প্রদেশে বোমা হামলায় তিন সেনা সদস্যসহ ৫ জন নিহত হয়েছেন। সন্দেহভাজন মুসলিম বিচ্ছিন্নতাবাদী জঙ্গিরা এ হামলা চালিয়েছে বলে দেশটির পুলিশ শুক্রবার এ তথ্য জানায়।



বৃহস্পতিবার রাতে নারাথিওয়াতের রুসো অঞ্চলে সেনা বাহিনীর টহলগাড়ি লক্ষ্য করে জঙ্গিরা এ হামলা চালায়। আগে থেকে রাস্তায় পুঁতে রাখা ২০ কিলোগ্রাম ওজনের বিস্ফোরকদ্রব্য সমৃদ্ধ এই বোমার বিস্ফোরণ ঘটানো হয়। নারাথিওয়াত প্রদেশে বিচ্ছিন্নতাবাদী মুসলিম জঙ্গিদের আস্তানা রয়েছে বলে পুলিশ জানায়।

উল্লেখ্য, গত ছয় বছরে এ ধরনের হামলায় বৌদ্ধ ও মুসলমানসহ চার হাজার একশ’রও বেশি মানুষ নিহত হয়েছে। মূলত ইসলামপন্থী বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের এসব হামলার জন্য দায়ী করা হয়ে থাকে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭৩৩ ঘণ্টা, জুলাই ২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।