ঢাকা, শনিবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

সোনিয়া গান্ধীর প্রস্তাবে তিন রুপি কেজি দরে চাল-গম

রক্তিম দাশ<br>কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৫৮, জুলাই ২, ২০১০
সোনিয়া গান্ধীর প্রস্তাবে তিন রুপি কেজি দরে চাল-গম

কলকাতা: ভারতের স্বল্প আয়ের মানুষজনকে এবার মাত্র তিন রুপি কেজি দরে চাল-গম দিতে চলেছে সরকার। ইউপিএ জোটের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর প্রস্তাবেই এই উদ্যোগ জানা গেছে।



সোনিয়া গান্ধীর সভাপতিত্বে জাতীয় উপদেষ্ঠা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খাদ্য সুরক্ষা আইনের একটি খসড়া তৈরী করা হচ্ছে এই বিষয়ে।

পর্ষদ সিদ্ধান্তে বলা হয়েছে,‘ স্বল্প আয়ের মানুষজনকে তিন রুপি কেজি দরে রেশনে এই চাল-গম দেওয়া হবে। এই চাল গমের পরিমাণ হবে ৩৫ কেজি। ’

পর্ষদ এই কোটায় প্রবীণ, অসমর্থ, বাস্তুচ্যুত, প্রতিবন্ধী, ফুটপাতের শিশু, আদি জাতি-উপজাতি ও যক্ষা,কুষ্ট,এইডস মতো দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরাও পাবেন।

এই আইন চালু হলে ভারত সরকার ও রাজ্য সরকার সস্তা দরে চাল-গম দিতে বাধ্য থাকবে। এইজন্য খাদ্যের অধিকারকে সাংবিধানক স্বীকৃত দেওয়া হবে।


ভারতীয় সময়:০৮৫০ঘন্টা,জুলাই২,২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।