ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ঋষি সুনাকের সঙ্গে সাক্ষাৎ করলেন জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৯, জুলাই ১০, ২০২৩
ঋষি সুনাকের সঙ্গে সাক্ষাৎ করলেন জো বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাজ্য সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার ডাউনিং স্ট্রিটে তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিবিসি।

তাদের এই সাক্ষাৎ এমন সময় অনুষ্ঠিত হলো, যখন যুক্তরাষ্ট্র বলছে, তারা ইউক্রেনে ক্লাস্টার বা গুচ্ছ বোমা পাঠাচ্ছে। এই ঘটনায় সুনাকের ভাষ্য ছিল, যুক্তরাজ্য এটিকে নিরুৎসাহিত করে।

সাক্ষাতে বাইডেন যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সম্পর্ককে পাথরের মতো শক্ত বলে বর্ণনা করেন। আর সুনাক বলেন, দুই দেশ দৃঢ় মিত্র।

প্রেসিডেন্ট বাইডেন সুনাকের সঙ্গে সাক্ষাৎ শেষে রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন। ডাউনিং স্ট্রিট থেকে বেরিয়ে তিনি এখন উইন্ডসর ক্যাসলের পথে রয়েছেন।

এর আগে বাইডেন দ্য বিস্ট নামে প্রেসিডেন্সিয়াল গাড়িতে করে ডাউনিং স্ট্রিটে আসেন। তিনি গাল গালিচা দিয়ে হেঁটে গিয়ে সুনাকের সঙ্গে হাত মেলান এবং ছবি তোলেন।  

জো বাইডেন ও ঋষি সুনাক আগামীকাল লিথুয়ানিয়ায় ন্যাটো সম্মেলনে সাক্ষাৎ করবেন। ন্যাটো সম্মেলনের ঠিক আগ মুহূর্তে বাইডেন সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্য যান।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।