ঢাকা, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

হোয়াইট হাউজে সৌরশক্তির ব্যবহার হবে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৮, অক্টোবর ৬, ২০১০

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভবনের কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবারের বিদ্যুত ও পানি গরম করার কাজে সৌরশক্তি ব্যবহার করা হবে। একজন কর্মকর্তা মঙ্গলবার একথা জানান।



জ্বালানি মন্ত্রী স্টিভেন চু মঙ্গলবার তার কার্যালয়ের ব্লগে লিখেছেন, ২০১১ সালের শেষের দিকে হোয়াইট হাউজের ছাদে বিদ্যুতের জন্য সৌর প্যানেল এবং পানি গরম করার জন্য ওয়াটার হিটার বসানো কাজ শেষ হবে।

বার্তা সংস্থা সিনহুয়া চু এর বরাত দিয়ে জানিয়েছে, জ্বালানি  মন্ত্রণালয়ের অধীনে হোয়াইট হাউজে সোলার প্যানেল বসানো হবে। চু বলেন, এর মাধ্যমে সারা দেশে দেখানো হবে মার্কিন সোলার প্রযুক্তি সহজলভ্য,  
বিশ্বাসযোগ্য এবং বাড়িতে স্থাপন করার মতো।

প্রেসিডেন্ট ওবামা সৌর শক্তির ব্যবহার ও নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে অঙ্গিকারবদ্ধ।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।