ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ফরওয়ার্ড ব্লকের তিন কর্মীকে গুলি করে হত্যা করল মাওবাদীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৯, অক্টোবর ৪, ২০১০
ফরওয়ার্ড ব্লকের তিন কর্মীকে গুলি করে হত্যা করল মাওবাদীরা

পুরুলিয়া: ভারতের পশ্চিমবঙ্গে মাওবাদীরা ফরওয়ার্ড ব্লকের তিনজন কর্মীকে গুলি করে হত্যা করেছে। সোমবার পুলিশ এ তথ্য জানিয়েছে।



পুরুলিয়া জেলার এসপি রাজেশ যাদব বার্তাসংস্থা পিটিআইকে জানান, ৫০ সদস্যের একদল মাওবাদী অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে পুরুলিয়া জেলার চিরোগোড়া গ্রামে রোববার রাতে হামলা চালায়। এসময় ফরওয়ার্ড ব্লকের তিনজন কর্মীকে তাদের বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে আনে। এরপর তাদের গুলি করে হত্যা করে।

নিহতেরা হলেন, লেরু মাঝি, দশরথ মাঝি ও ছোট মাঝি। মাওবাদীরা ওই স্থানে কিছু লিফলেট ফেলে গেছে। এতে তারা দাবি করেছে, নিহতরা ছিলো পুলিশের চর।

রাজেশ যাদব জানান, যৌথ বাহিনী  ও পুলিশের একটি দল সেখানে সেখানে পৌঁছে চিরুনি অভিযান শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৪০৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।