ঢাকা, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

বার্লিন ও প্যারিসে সন্ত্রাসী হামলার আশঙ্কা: ফক্সনিউজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৯, অক্টোবর ৪, ২০১০
বার্লিন ও প্যারিসে সন্ত্রাসী হামলার আশঙ্কা: ফক্সনিউজ

ওয়াশিংটন: বার্লিন ও প্যারিসে সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্সনিউজ।
 
বার্লিনের হোটেল, রেলস্টেশন ও প্যারিসের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হতে পারে বলে রোববার সম্প্রচার করা হয়।

ফক্সনিউজ জানায়, রোববার দুটি গোয়েন্দা সূত্র থেকে এটি নিশ্চিত করা হয়। এর আগে, রোববার মার্কিন সরকার ইউরোপে ভ্রমণের ওপর সতর্কতা জারি করেছে।

প্যারিসের আইফেল টাওয়ার ও নটরডেম ক্যাথেড্রাল এবং বার্লিনের নতুন কেন্দ্রীয় স্টেশন ও বিলাসবহুল হোটেল অ্যাদলোন হামলাকারীদের লক্ষ্যবস্তু বলে জানানো হয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩১৭ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।