ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

স্মার্ট টেকনোলজিস সম্মেলন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৩, ফেব্রুয়ারি ২৮, ২০১২
স্মার্ট টেকনোলজিস সম্মেলন

রংপুরে স্মার্ট টেকনোলজিস বিডি বিপণন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর রংপুর অঞ্চলের বিপণনকারীদের নিয়ে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এ প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক জাফর আহমেদ।



বিশেষ অতিথি ছিলেন তোশিবা পণ্য ব্যবস্থাপক এএসএম শওকত মিল্লাত এবং গিগাবাইট পণ্য ব্যবস্থাপক খাজা আনাস খান। অদূর ভবিষ্যতে বৃহত্তর রংপুর অঞ্চলের আইটি খাতে স্মার্ট টেকনোলজিস আরও বেশি ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এ বিপণন সম্মেলনে তোশিবা এবং গিগাবাইট ব্রান্ডের আলাদা দুটি সেশন অনুষ্ঠিত হয়। রংপুর বিভাগীয় অঞ্চলে প্রযুক্তিকেন্দ্রিক বিপণন কার্যক্রমকে আরও গতিশীল করতেই এ সম্মেলনের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময় ২২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।