ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

চ্যাটজিপিটিকে টেক্কা দেবে মেটার সোশ্যাল ইন্টেলিজেন্স এআই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৬, এপ্রিল ৩০, ২০২৫
চ্যাটজিপিটিকে টেক্কা দেবে মেটার সোশ্যাল ইন্টেলিজেন্স এআই মেটা এআই

চ্যাটজিপিটির সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে অবশেষে মেটা তাদের নতুন “মেটা এআই” অ্যাপ উন্মোচন করেছে। এই এআই সল্যুসশনটি নির্মিত হয়েছে এলএএমএ-৪ নামক বড় ল্যাংগুয়েজ মডেলের ওপর ভিত্তি করে।

 

অ্যাপটিতে যুক্ত হয়েছে বেশ কিছু আধুনিক ফিচার। আরও স্বাভাবিক ও স্বচ্ছন্দ কথোপকথনের অভিজ্ঞতা দিতে এতে রয়েছে ডিসকভার ফিড এবং ফুল-ডুপ্লেক্স ভয়েস টেকনোলজি।

ডিসকভার ফিড একটি সোশ্যাল ফিচার, যেখানে ব্যবহারকারীরা দেখতে পারবেন তাদের বন্ধুরা কীভাবে মেটা এআই ব্যবহার করছে— প্রম্পট, প্রশ্ন বা তৈরি করা কনটেন্ট শেয়ার করছে। এতে করে আরও মানবিক ও সামাজিক মাত্রা যুক্ত হয়েছে মেটার এআই অভিজ্ঞতায়।

মেটা এক অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে, মেটা এআই তৈরি করা হয়েছে আপনাকে আরও ভালোভাবে জানার জন্য, যেন এটি আরও কার্যকর সহায়তা দিতে পারে। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে আপনার সাথে কথোপকথন আরও ন্যাচারাল ও সহজ হয়।

অ্যাপটির ফুল-ডুপ্লেক্স স্পিচ মোড ব্যবহারকারীদের কথা বলার সময় রিয়েল-টাইম ভয়েস রেসপন্স দেয়। এটি অন-অফ করা যায় এবং ইন্টারপারসোনাল ডায়লগের ওপর ভিত্তি করে একে ট্রেইন করা হয়েছে।

এছাড়া, মেটা এআই ওয়েবে সার্চ করতে পারে এবং ব্যবহারকারীর ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইল, লাইক বা ইনগেজমেন্ট থেকেও তথ্য নিয়ে আরও বেশি পার্সোনালিজড উত্তর দিতে পারে। এক্ষেত্রে ব্যবহারকারীর মেটা অ্যাকাউন্ট যেমন ফেইসবুক, ইনেস্টাগ্রাম ইত্যাদি  একত্রে যুক্ত থাকলে আরও বেশি পার্সোনালাইজড অভিজ্ঞতা পাওয়া সম্ভব।

চ্যাটজিপিটি ২০২২ সালে যাত্রা শুরুর পর থেকেই প্রযুক্তি দুনিয়ায় আলোড়ন তুলেছে। কিন্তু এর পাশাপাশি তৈরি হয়েছে গোপনীয়তা, কপিরাইট, এবং ট্রেনিং ডেটা সংক্রান্ত নানা বিতর্ক। পাবলিক পোস্ট ও প্রোফাইল ব্যবহার করে মডেল ট্রেনিং-এর ঘোষণার পর ওপেনএআই-এর মতো মেটাও এখন এমনই এক বিতর্কের মুখোমুখি । তবে মেটা দাবি করেছে, ব্যবহারকারীরা নিজেরা নির্ধারণ করতে পারবেন কোন ধরনের ডেটা ব্যবহৃত হবে।

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো বৃহৎ প্ল্যাটফর্মের মালিক হিসেবে মেটার রয়েছে বিশ্বজুড়ে ব্যবহারকারীর বিপুল তথ্যভাণ্ডার—যা মেটাকে একটি উচ্চমাত্রার পার্সোনালাইজড ক্ষমতা সম্পন্ন সামাজিক এআই তৈরিতে এগিয়ে রাখছে।

এই নতুন অ্যাপের মাধ্যমে মেটা এখন তাদের এআই ইকোসিস্টেম গড়ে তুলতে চাইছে, যেখানে অ্যাপ, চশমা, ও সোশ্যাল মিডিয়ার মধ্যে ব্যবহারকারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবেন।

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।