ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রবি ‘একুশে’ পোর্টাল চালু

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৫, ফেব্রুয়ারি ১৬, ২০১২
রবি ‘একুশে’ পোর্টাল চালু

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘একুশে’ শীর্ষক ওয়েব পোর্টাল চালু করেছে মোবাইল অপারেটর রবি। সূত্র এ তথ্য জানিয়েছে।

ভাষা আন্দোলন, শহীদ মিনার ও প্রভাতফেরীর ইতিহাস, ভাষা শহীদদের জীবনী, ভাষাপুত্র ও ভাষাকন্যাদের অবদান, একুশের কবিতা এবং বাংলা বর্ণমালার ইতিহাস নিয়ে সাজানো হয়েছে এ পোর্টালটি। যে কোনো রবি গ্রাহক (৪৬৩৬০১) নম্বরে ডায়াল করে খুব সহজেই এ পোর্টালে প্রবেশ করতে পারবেন।

এ পোর্টাল ব্যবহারকারীদের মধ্য থেকে শীর্ষ ১০ জনকে রবি থেকে দেওয়া হবে আকর্ষণীয় ১০টি মোবাইল হ্যান্ডসেট। এ অফার ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। একুশে পোর্টাল ব্যবহারে ভ্যাট ছাড়াও প্রতি মিনিট ২ টাকা চার্জ প্রযোজ্য।

রবি সূত্র জানিয়েছে, মাতৃভাষা শুধু ২১ ফেব্রুয়ারির বিষয় নয়। এটি বছরের প্রতিটি দিনের, প্রতিক্ষণের সঙ্গী। আর ভাবনা থেকেই একুশে পোর্টাল তৈরির উদ্যোগ নেয় রবি।

বাংলাদেশ সময় ১৬৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ