ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

আসুস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৯, জানুয়ারি ২৫, ২০১২
আসুস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আসুস নিউ ইয়ার কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। আসুসের সৌজন্যে গ্লোবাল ব্র্যান্ডের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সূত্র এ তথ্য জানিয়েছে।

এটি ছিল সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকভিত্তিক অনলাইন কুইজ প্রতিযোগিতা। নতুন বছর ২০১২ উপলক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। মোট ৫ পর্বের এ প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীরা হচ্ছেন শামসুল পাটোয়ারী, আহসান আরইয়ান, তানভীর আহমেদ মুন্না, ফাহিম আহমেদ এবং এলমা তাহসিন হক।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আসুস বাংলাদেশের চ্যানেল সেলস ম্যানেজার কাজী মেহেদী হাসান, আসুসের পণ্য ব্যবস্থাপক মাহবুবুল গণি, মাহমুদ করিম এবং খালেদ বিন আহমেদ। ভবিষ্যতেও এ ধরনের প্রচারনামূলক প্রতিযোগিতা অব্যাহত থাকবে বলে আয়োজক সূত্র জানিয়েছে। আগ্রহীরা (www.facebook.com/ASUS.Bangladesh) এ সাইটে আরও তথ্য পাবেন।

বাংলাদেশ সময় ২২০২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।