ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সবচেয়ে পাতলা স্মার্টফোন

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩১, জানুয়ারি ১০, ২০১২
সবচেয়ে পাতলা স্মার্টফোন

২০১২ সালে স্মার্টফোনের বিশ্বে চমক আসতে শুরু করেছে। চীনের সর্ববৃহৎ টেলিকম প্রতিষ্ঠান হুয়াওয়ে এবার নিয়ে এল বিশ্বের সবচেয়ে পাতলা গড়নের স্মার্টফোন।

সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

এটি অ্যাপল আইফোন ৪এস মডেলেও চেয়েও পাতলা। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের টেলিবাজারে এ স্মার্টফোন নিয়ে রীতিমতো যুদ্ধের ঘোষণা দিয়েছে হুয়াওয়ে। হুয়াওয়ের ‘পি১এস’ মডেলটি গড়নে ৬.৬৮ মিলিমিটার (০.২৬ ইঞ্চি)। এটি একটি পেন্সিলের তুলনায়ও পাতলা।

অন্যদিকে আইফোন ৪এস মডেলটি হুয়াওয়ের এ মডেলের তুলনায় গড়নে ৯.৩ মিলিমিটার (০.৩৭ ইঞ্চি)।

হুয়াওয়ের সভাপতি রিচার্ড জানান, শুধু গড়নে পাতলা নয়, স্মার্টফোনের আধুনিকতাতেও এটি অনবদ্য। এ পণ্যটি বিশ্বের আলোচিত ভোক্তপণ্য প্রদর্শনী কনজ্যুমার ইলেকট্রনিক প্রদর্শনীতে (সিইএস) এটি দেখানো হবে।

এ ছাড়াও এ সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং প্রচলিত স্মার্টফোন অপারেটিং সিস্টেম অ্যানড্রইডও থাকছে সবচেয়ে পাতলা গড়নের এ মডেলে। আগামী মার্চে ইউরোপ ছাড়াও যুক্তরাষ্ট্রের বাজারে এ স্মার্টফোন বাণিজ্যিকভাবে বিপণন শুরু হবে।

আর দামের প্রসঙ্গে রিচার্ড জানান, অপ্রত্যাশিত কোনো সংযোজন না হলে হুয়াওয়ের এ স্মার্টফোনের দাম ৪০০ ডলারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এরই মধ্যে সিইএস প্রদর্শনীতে হুয়াওয়ের এ স্মার্টফোনটি দর্শনার্থীদের দৃষ্টিআকর্ষণ করেছে বলে নির্মাতা সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সময় ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।