ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

১৪ দিনে ১৪ লাখ আকাশ বিক্রি!

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০২, জানুয়ারি ৪, ২০১২
১৪ দিনে ১৪ লাখ আকাশ বিক্রি!

বিশ্লেষকেরা আগেই বলেছিলেন। কিন্তু বছর শুরু না হতেই মিলল বাস্তব প্রমাণ।

২০১২ সাল হবে স্বল্পমূল্যের ট্যাবলেট পিসির ঝড় তোলার সময়। এ মুহূর্তে ভারতের তৈরি স্বল্পমূল্যের আকাশ ট্যাবলেট মাত্র ১৪ দিনে ১৪ লাখ অর্ডার রেকর্ড গড়েছে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

এরই মধ্যে আড়াই হাজার রুপির আকাশ ট্যাব ভারতজুড়ে জনপ্রিয়কতার শীর্ষে আছে। সাধ আর সাধ্যের সম্মিলনে আকাশ তাই এ মুহূর্তে শীর্ষ আইসিটি পণ্যেয় জায়গা করে নিয়েছে।

অন্যদিকে যুক্তরাজ্যভিত্তিক পণ্যনির্মাতা ডাটাউইন্ডের তৈরি ৩৫ ডলারের ট্যাবলেটও নতুন বছরের দৌঁড়ে পিছিয়ে নেই। উৎপাদন আর চাহিদার টানাপোড়েনে এ নির্মাতাকেও ভুগাচ্ছে। এ মুহূর্তে ভারতের হায়দ্রাবাদে ডাটাউইন্ডের একমাত্র উৎপাদন কেন্দ্র অবস্থিত।

ডাটাউইন্ডের সিইও সুনিত সিং তুলি জানান, আগামী এপ্রিলের মধ্যে প্রতিদিন ৭০ থেকে ৭৫ হাজার ইউনিট ট্যাবলেট তৈরির উদ্যোগ নেওয়া হয়ছে। এ বছরের মধ্যভাগে হায়দ্রাবাদ, কোচিন এবং নয়দাতে আরও তিনটি উৎপাদন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে এ ট্যাবলেট নির্মাতা।

এ দুটি ট্যাবলেট পিসির জন্যই অনলাইনে প্রচুর পরিমাণে অর্ডার জমা পড়ছে। এতে ইকম সংস্কৃতিরও ব্যাপক প্রসার হবে। অর্থাৎ ২০১২ সালে ই-কমার্সের প্রসার এবং জনপ্রিয়তা আরও বাড়বে।

বাংলাদেশ সময় ১৭০৪ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।